অনলাইন ডেস্ক, ৫ নভেম্বর।। আগাম অবসরের ক্ষেত্রে সামরিক কর্মীদের পেনশনে কাটছাঁট করার প্রস্তাব দিল কেন্দ্রীয় সরকারের সামরিক বিষয়ক মন্ত্রক। একইসঙ্গে আধিকারিকদের অবসরগ্রহণের বয়সসীমা বৃদ্ধিরও প্রস্তাব দেওয়া হল। প্রস্তাবের আওতার বাইরে রাখা হয়েছে সেনাবাহিনীর মেডিক্যাল ও নার্সিং বিভাগকে। এই প্রস্তাবকে কেন্দ্র করে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।
সেনা কর্মীদের অবসর ও পেনশন সংক্রান্ত একগুচ্ছ নতুন প্রস্তাব সম্প্রতি পেশ করেছে চিফ অফ ডিফেন্স স্টাফ-এর নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স বা ডিএমএ। নয়া প্রস্তাবে সেনাবাহিনী থেকে আধিকারিকদের অবসর নেওয়ার বয়স বাড়িয়ে এক থেকে তিন বছর করা হয়েছে। আগাম অবসর গ্রহণকারীদের পেনশনে ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ ছাঁটাইয়ের প্রস্তাবও দিয়েছে ডিএমএ।
তবে এ ক্ষেত্রে বিবেচ্য হবে সংশ্লিষ্ট আধিকারিক বা কর্মীর চাকরির মেয়াদকাল। আগামী ১০ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে সংশোধিত অবসর ও পেনশন নীতির খসড়া জমা দেবে ডিএমএ। তবে তার আগে খসড়া খতিয়ে্ দেখবেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।প্রস্তাব অনুযায়ী এবার থেকে কর্নেল পদাধিকারী ৫৭ বছর বয়স পর্যন্ত কর্মরত থাকবেন, ব্রিগেডিয়ার পদাধিকারী ৫৮ বছর বয়স পর্যন্ত কর্মরত থাকবেন এবং মেজর জেনারেল পদাধিকারী ৫৯ বছর বয়স পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন।
তবে লেফটেন্যান্ট জেনারেলদের ক্ষেত্রে অবসর নেওয়ার বয়স আগের মতোই ৬০ বছর পর্যন্ত নির্দিষ্ট করা হয়েছে প্রস্তাবে। ২০-২৫ বছর কর্মরত থাকার পরে অবসর নিতে চাইলে আধিকারিকরা পেনশনের ৫০ শতাংশ পাবেন। ২৬-৩০ বছর বহাল থেকে অবসর নিলে পেনশন মিলবে ৬০ শতাংশ। আর ৩১ থেকে ৩৫ বছর চাকরি করলে পেনশনের ৭৫ শতাংশ পাওয়া যাবে।