অনলাইন ডেস্ক, ৫ নভেম্বর।।বৃহস্পতিবার ৩২ বছরে পা রাখলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। দুবাইয়ে অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়কের জন্মদিনের উৎসব শুরু হয়ে যায় বুধবার রাত বারোটার পরেই। অন্তঃসত্ত্বা স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে কেক কাটেন তিনি। ছিলেন আরসিবি দলের বাকি সদস্যরাও। সেই ভিডিও-ও পোস্ট করেছেন তিনি নিজের সোশ্যাল মিডিয়ায়। ভারত অধিনায়ককে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররাও।
নিজের সঙ্গে বিরাটের ছবি পোস্ট করে শচীন তেন্ডুলকর টুইট করেছেন, “শুভ জন্মদিন। প্রার্থনা করি, সামনের দিনগুলো আরও উজ্জ্বল হয়ে উঠুক। নতুন প্রজন্মকে উজ্জীবিত করার কাজটা চালিয়ে যেতে হবে।” ভারতীয় দলে তাঁর এক নম্বর অস্ত্র মহম্মদ শামি টুইট করেছেন, “শুভ জন্মদিন। সামনের দিনগুলো সাফল্যে ভরে উঠুক, এই প্রার্থনা করি।” শুক্রবার আইপিএল এলিমিনেটরে যে দলের সঙ্গে লড়াই, সেই সানরাইজার্স হায়দরাবাদের তারকা ঋদ্ধিমান সাহা টুইট করেছেন, “বিরাট শুভ জন্মদিন। এভাবেই আমরা একসঙ্গে ভবিষ্যতে অনেক সুন্দর মুহূর্ত কাটাতে চাই।
অনেক ভালবাসা রইল।” ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী তাঁর সঙ্গে কোহলির ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টুইট করেন, “এমন একজনের আজ জন্মদিন যে ফিটনেসকে নিয়ে গিয়েছে সম্পূর্ণ অন্য এক উচ্চতায় এবং এত কম বয়সে সর্বকালের সকল ক্রিকেটারের ভালবাসা এবং সম্মান আদায় করে নিয়েছে। শুভ জন্মদিন। ঈশ্বর তোমার মঙ্গল করুন, এই প্রার্থনা জানাচ্ছি।” বাইশ গজে তাঁর প্রিয় প্রাক্তন সঙ্গী যুবরাজ সিং টুইট করেছেন, “কিং কোহলিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
যেখানেই থাকো, খুব আনন্দে থাকো আর মাঠে নেমে প্রচুর চার-ছয় মারো। প্লে-অফে তোমার দল জিতুক, সেই আগাম প্রার্থনাও করে রাখলাম।” বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি-ও টুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে কোহলিকে। আইসিসি টুইট করেছে, “২১,০৯১ আন্তর্জাতিক রান। তিন ফর্ম্যাটের ক্রিকেট মিলিয়ে ৭০টি সেঞ্চুরি। রানের গড় ৫৬.১৫। ২০১১ বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের সদস্য। এমন এক ব্যতিক্রমী ক্রিকেটারকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।”