স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ নভেম্বর।। রাজ্য ছোট হতে পারে ত্রিপুরা, কিন্তু এর ইতিহাস অনেক পুরনো ও লম্বা। আগরতলা শহর ছোট শহর। কিন্তু ঐতিহাসিক শহর আগরতলা বহু ইতিহাস কাহিনী বর্তমান। সে ক্ষেত্রে পুরনো ও সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে ক্লাবগুলির ইতিহাস জড়িয়ে রয়েছে। তাদের নিজস্ব চরিত্র রয়েছে। একে ধরে রাখতে হবে। মঙ্গলবার অফিস লেন স্থিত বীরেন্দ্র ক্লাবের ১২৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।
শহর তার নিজস্ব পরিচিতি হারালে মানুষও তার নিজস্বতা হারাবে না। রাজ্যের সংস্কৃতি রাজ্যবাসীর সংস্কৃতি। আগরতলা শহরের পরিচয় শহরবাসীর পরিচয়। প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের একটা বড় পরিচয় হয় বলে আশা ব্যক্ত করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস সাহা, কাউন্সিলর বিশ্বনাথ দাস, পি এফ এ র সচিব অমিত চৌধুরী, ক্লাব সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দত্ত সহ অন্যান্যরা। এদিন সংবর্ধনা জ্ঞাপন করা হয় প্রাক্তন প্রধান ব্যক্তিত্বদের। একই সঙ্গে মাল্টি স্টোরি বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।