স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ৩ নভেম্বর।। নিখোঁজ হওয়ার ৪দিন পর এক দিনমজুরের মৃত দেহ উদ্ধার হয় একটি পরিত্যক্ত ডুবা থেকে, ঘটনা ধর্মনগর মহকুমার বাগাবাসা ফারির অন্তর্গত দক্ষিন গঙ্গানগর ৫নং ওয়ার্ডে। ঘটনার বিবরনে প্রকাশ নবকান্ত কর্মকার(৩৫) পিতা দেবেন্দ্র কর্মকার বাড়ি দক্ষিন গঙ্গানগর ৪নং ওয়ার্ডে, গত শনিবার সকাল বেলা দক্ষিন গঙ্গানগরের ৫নং ওয়ার্ডে যায় জঙ্গল কাটার উদ্যেশ্যে, এবং একটি পরিত্যক্ত ডুবার পাশে দীর্ঘক্ষণ জঙ্গল ও পরিষ্কার করতে দেখা যায় দিনমজুর নবকান্ত কে বলে স্থানীয় সুত্রে যানা গেছে।
কিন্তু তারপর থেকেই সে নিখোঁজ হয়ে যায়।৪দিন পর আজ দুপুর নাগাদ একটি পরিত্যক্ত ডুবা থেকে তার মৃত দেহ উদ্ধার হয়। যানা জায় স্থানীয়রা আজ এই দিনমজুরের মৃত দেহ দেখতে পেয়ে বাগবাসা ফারির পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনা স্থলে পৌছায় এবং মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। পুলিশ একটি মামলা নিয়ে যটনার তদন্তে নেমেছে।