স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৩ নভেম্বর।। অকাল বর্ষণে ফলে শীতকালীন সবজি চাষে কৃষকদের মারাত্মক ক্ষতিসাধন হল। এতে দৈনন্দিন বাজারে শীতকালীন সবজির মূল্য বৃদ্ধি পেতে থাকায় ক্রেতা সাধারণের নাভিশ্বাস। রাজ্যের অন্যান্য অংশের ন্যায় তেলিয়ামুড়া বাজারেও শীতকালীন সবজির অকাল। এই সুযোগকে কাজে লাগিয়ে একাংশ সবজি ব্যবসায়ী শীতকালীন সবজি অধিক মূল্যে বিক্রি করে অতিরিক্ত মুনাফা অর্জন করে যাচ্ছে। অথচ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মহকুমা প্রশাসন উদাসীন থাকায় ক্রেতাদের সবজি ক্রয় করতে গিয়ে হাত পুড়ছে নিত্যদিন।
অপরদিকে দফা ক্রমে অকাল বর্ষণে শীতকালীন সবজি চাষিরা ক্ষতির মুখে। বিশেষ করে শীতকালীন সবজির মধ্যে মুলো, ফুলকপি, ধনিয়া পাতা, সিম সহ রকমারি সবজির সর্বনাশ হয়ে গেছে।তেলিয়ামুড়া বিভিন্ন এলাকার কৃষকরা শীতকালীন সবজি নিয়ে বাজারমুখী হতে পারছে না, কারণ অকাল বর্ষণের কারণে শীতকালীন সবজির ক্ষতি হওয়ার ফলে। কৃষিজ সামগ্রি নিয়ে বাজারে আসা এক কৃষক বলেন, শুখা মরসুমের শুরুতে অকাল বর্ষণের জেরে তিন তিন বার করে শীতকালীন সবজির বীজ রুপন করেও ফসলের মুখ দেখতে পারছে না কৃষকরা। ফলে স্বাভাবিকভাবেই কৃষকরা ক্ষতির সম্মুখীন। যার কারনে বাজারে শীতকালীন সবজির অকাল থাকলেও ফুলকপি, সিম, মুলো, চড়া দামে বিক্রি হচ্ছে।