স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ৩ নভেম্বর৷৷ রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ প্রতিদিনই কোনো না কোন স্থানে দুর্ঘটনায় প্রাণহানী ঘটছে৷ মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়ার গৌরাঙ্গ বাজারে পথ দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত ব্যক্তি নাম দেবাশিস নম৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় বিলোনীয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রথমে সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ স্থানীয় সূত্রে জানা গেছে, দেবাশিস নম বাইক নিয়ে যাচ্ছিলেন৷ বিপরীত দিক থেকে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়৷
গাড়ি ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে তিনি গুরুতরভাবে আহত হন৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ এদিকে বিশালগড় থানার কমলাসাগরের সেকেরকোট বাজার সংলগ্ণ এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় সুকটির ধাক্কায় এক ব্যক্তি গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতের নাম মন্টু পাল৷ স্থানীয় লোকজনরা আহতকে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যান৷ এদিকে সুকটি চালক জ্যোতিষ পালও অল্প বিস্তর আহত হয়েছেন৷