চাষিরা পাট চাষ থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছেন

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৩ নভেম্বর।। কয়েক দশকের বাম শাসন ব্যবস্থায় পাট চাষীদের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা সহ তাদের উন্নতিকল্পে কোন উৎসাহ প্রদান করেনি তৎকালীন সরকার, যার ফল স্বরুপ পাট চাষিরা পাট চাষ থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এবং পাট চাষিরা ফসল উৎপাদনের দিকে ঝুঁকছেন। যার ফল স্বরুপ পাট চাষ দিনের-পর-দিন হ্রাস পাচ্ছে।তাছাড়া পাট উৎপাদিত হলেও সরকারি দপ্তরের একাংশ কর্মচারীদের অকর্মণ্যতায় পাট পচে নষ্ট হচ্ছে সরকারি গুদাম ঘরে। জোট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তেলিয়ামুড়া শাখায় গিয়ে প্রত্যক্ষ করা গেল লক্ষ্য লক্ষ্য টাকার পাট পচে নষ্ট হচ্ছে।

QSSC VFসরকারি অর্থ সরকারি গুদামে নষ্ট হচ্ছে অথচ সেই দিকে নজর নেই প্রশাসনের কর্মকর্তা বাবুদের। তাছাড়া জোট কর্পোরেশনঅফ ইন্ডিয়ান লিমিটেডের তেলিয়ামুড়া শাখার এক কর্মচারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান-ত্রিপুরা রাজ্যের মোট দুটি জায়গায় রয়েছে এই পাট গুদাম। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় উৎপাদিত পাট গুলোকে বাজারজাত করার জন্য ছিল জোট মিল। ত্রিপুরা রাজ্যের জোট মিল বন্ধ হয়ে যাওয়ায় পাট চাষিরা উৎপাদিত পাটের সঠিক মূল্য পাচ্ছে না। আর বহির আচ্ছে পাট রপ্তানি করা হলেও সে ক্ষেত্রে আয়ের চেয়ে ব্যায় বেশি। তাছাড়া আরও এক কর্মচারী জানান-গতবছরের ঝরে এই গুদামের চালা উড়িয়ে নিয়ে যায়। ফলে প্রায় চার থেকে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের পাট গুদামেই নষ্ট হয়। এমনিতে প্রতিকেজি পাট ৪৫ থেকে ৫০ টাকা দরে চাষীদের কাছ থেকে ক্রয় করে। বর্তমানে এই দামে সঠিক পর্যবেক্ষণের অভাবে এবং একাংশ কর্মচারীদের অকর্মণ্যতায় সরকারি গুদামে সরকারি অর্থে কেনা পাট পচে নষ্ট হচ্ছে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দিক চাইছে সচেতন মহল।CC

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?