মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে এনফোর্সমেন্টের অভিযান বাজারগুলিতে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ নভেম্বর।। প্রশাসনিক সিদ্ধান্ত মোতাবেক বাজারগুলিতে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে এনফোর্সমেন্ট চালানো হচ্ছে। সেই মোতাবেক মঙ্গলবার রাজধানীর বটতলা বাজারে এনফোর্সমেন্ট চালায় জেলা প্রশাসনের একটি দল। ডিসিএম অনিমেষ ধরে নেতৃত্বে এদিন বাজারের বেশকিছু দোকানে গিয়ে জিনিসপত্রের মূল্য পরীক্ষা করে দেখা হয়। ডিসিম অনিমেষ ধর জানান বাজারে ঘুরে দেখা গেছে পেঁয়াজের বেশ কিছু জায়গায় মূল্য একেক রকম। ৮০ টাকা কিলো দরে পেঁয়াজ কেউ কেউ বিক্রি করছেন। অথচ এই দর কোথাও নেই। আনুপ্রাসঙ্গিক সমস্ত খরচ নিয়ে ৬০ থেকে ৭০ টাকা কিলো দরে পেঁয়াজ বিক্রি হওয়ার কথা খুচরা বাজারে। কিন্তু বর্তমান বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কিলো দরে। গ্রাহকের কাছ থেকে এই অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে করা হয়েছে শোকজ। মঙ্গলবার এর মধ্যে এর জবাব না দিলে দোকান বন্ধ করে দেওয়া হবে বলে জানান দিছেন অনিমেষ ধর। গ্রাহকদের কাছে তিনি আবেদন জানান যে অধিক মূল্যে কেউ কোন সামগ্রী বিক্রি করলে তা নির্ধারিত নম্বরে ফোন করে অভিযোগ জানানোর জন্য। একাংশ ব্যবসায়ী বিক্রেতাদের কাছে যে দরে সামগ্রী বিক্রি করছে তা লুকিয়ে রাখেন। সে কারণেই গ্রাহকদের কাছ থেকে মূল্য যাচাই করা হয়। একই সঙ্গে বাজারে মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রয়েছে কিনা তাও খতিয়ে দেখে অভিযানকারী দলটি। তাদের নজরে আসে বাজারে এক এক জায়গায় অবৈধভাবে মদের ব্যবসা চলছে। সে ক্ষেত্রে পদক্ষেপ নেয় এনফোর্সমেন্ট টিম। অবৈধ মদ বিক্রি কারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়। একইসঙ্গে আদায় করা হয় জরিমানা। আগামী দিনে এই ধরনের পদক্ষেপ জারি থাকবে বলে জানান ডিসিএম অনিমেষ ধর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?