স্টাফ রিপোর্টার, কদমতলা, ৩ নভেম্বর।। হজরত মোহাম্মদের ব্যঙ্গচিত্র কান্ডের জের,ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ উত্তরের ৫৪ কদমতলা কূর্তী বিধানসভা কেন্দ্রের কূর্তী মধ্য রাজনগরে।নবী হজরত মোহাম্মদের ব্যঙ্গচিত্র অংকনের প্রতিবাদে গোটা বিশ্বের সাথে কদমতলার কূর্তী মধ্য রাজনগরে প্রতিবাদ আছড়ে পড়ল।বিশ্বনবী হজরত মোহাম্মদের ব্যঙ্গচিত্র অঙ্কনের বিরুদ্ধে বিশ্বের অন্যান্য প্রান্তের সাথে আজ কূ্র্তী মধ্য রাজনগরের জনগণও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে সেদেশের রাষ্ট্রপতি ম্যক্রনের পুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ সাব্যস্থ করেন।
তৎসঙ্গে স্থানীয়রা ফ্রান্সের দ্রব্য বয়কটেরও ডাক দেন।কূর্তী প্রেমতলা সড়কের উপর প্রতিবাদ মিছিল করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় ইসলামধর্মালম্বিরা।আজকের বিক্ষোভ প্রদর্শনের মিছিলে প্রায় দুই থেকে আড়াই হাজার মুসলমান সম্প্রদায়ের যুবক মিছিলে অংশগ্রহণ করেন।তারা নবী মোহাম্মদের ব্যাঙ্গচিত্র অঙ্কনের প্রতিবাদে ফ্রান্স সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বিভিন্ন স্লোগানে এলাকার আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন।পরে জমায়েত মুসলিম জনগন সেদেশের জাতীয় পতাকা সহ তাদের রাষ্ট্রপতির পুত্তলিকা পুড়িয়ে কিছুটা হলেও নিজেদের পঞ্জিভুত ক্ষোভ পশমিত করেন।এতে এলাকার বিভিন্ন ইসলামিক সংঘটনের কর্মকর্তা সহ বিভিন্ন জনগন উপস্থিত ছিলেন।