জল জীবন মিশন প্রকল্পের অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর ভিডিও কনফারেন্স

স্টাফ রিপোর্টার, আগরগলা, ৩ নভেম্বর।। দেশের বিভিন্ন রাজ্যে জল জীবন মিশন প্রকল্পের অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি রাজ্যের পানীয়জল দপ্তরের ভারপ্রাপ্তমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন৷ সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন এবং রাজ্যে জল জীবন মিশন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন৷ রাজ্যের পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের প্রধান সচিব শশীর’ন কুমার সহ অন্যান্য আধিকারিকগণও সে সময় উপস্থিত ছিলেন৷ আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, জল জীবন মিশন প্রকল্পে রাজ্যে ২০২০-২১ অর্থবর্ষে ৩ লক্ষ ২০ হাজার ৪৭৩টি পরিবারে টেপের মাধ্যমে পানীয়জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷

এরমধ্যে ৫২ হাজার ৮৭৫টি বাড়িতে পানীয়জলের সংযোগ ইতিমধ্যেই দেওয়া হয়েছে৷ বাকি পরিবারগুলিতে আগামী ৫ মাসের মধ্যেই পানীয়জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে দপ্তর কাজ করছে৷ এরজন্য টেণ্ডার প্রক্রিয়ার কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী জানান, গত সেপ্ঢেম্বর মাসে ১৫ হাজার পরিবারে এবং অক্টোবর মাসে ১৭ হাজার পরিবারে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে৷ এবছরের নভেম্বর মাসে ৩০ হাজার পরিবারে পানীয়জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে  মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২০২২ সালের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার৷

এরমধ্যে চলতি অর্থবর্ষে প্রায় ৫৩ শতাংশ বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে দপ্তর কাজ করছে৷ লক্ষ্যমাত্রা পূরণে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রণালয় রাজ্যকে যেভাবে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তা আগামীদিনেও পাওয়া যাবে বলে মুখ্যমন্ত্রী আশাব্যক্ত করেন৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনাকালে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ত্রিপুরার যেসব জায়গার জলে আয়রণের আধিক্য রয়েছে সেই অ’লগুলিতে বিশুদ্ধ ও নিরাপদ পানীয়জল সরবরাহের জন্য বিশেষ নজর দিতে বলেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?