স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ৩ নভেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর দশদা সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায়৷ সড়কটি সংস্কারের জন্য স্থানীয় জনগণ এবং মোটর শ্রমিকরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন৷ কিন্তু সংশ্লিষ্ট দপ্তর এ ব্যাপারে জরুরি কোনো পদক্ষেপ গ্রহণ করছে না৷ তাতে এই রাস্তায় যাতায়েত করা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে৷ প্রতিদিনই যান দুর্ঘটনা ঘটে চলেছে৷ যানবাহনও ক্ষতিগ্রস্থ হচ্ছে৷ এরই প্রতিবাদে এবং দ্রুত দশদা কাঞ্চনপুর সড়কটি সংস্কারের দাবিতে মোটর শ্রমিকরা মঙ্গলবার ট্রাফিক পয়েন্টের কাছে পথ অবরোধ এবং বিক্ষোভ প্রদশর্ন করেন৷ দীর্ঘক্ষণ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন চলতে থাকে৷ তার ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷
তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন৷ তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন৷ শীঘ্রই কাঞ্চনপুর দশদা সড়কটি মেরামতের উদ্যোগ গ্রহণ করা হবে বলে প্রশাসনের কর্মকর্তা আশ্বাস্ত করেছেন৷ প্রশাসনের কর্মকর্তাদের সুনির্দিষ্ট প্রতিশ্রুতির ভিত্তিতে তারা আপাতত পথ অবরোধ ও বিক্ষোভ আন্দোলন প্রত্যাহার করে নেন৷ তবে জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলন সামিল হবে মনে হুঁশিয়ারি দিয়েছেন৷