স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ অক্টোবর।। গত আড়াই বছরে নতুন সরকার ক্ষমতায় আসার পর সব চাইতে বেনিফিসেয়ারিদের ঋন ও সহায়তা প্রদান করা হয়েছে। প্রায় ২২৬২ জনকে ঋন দেওয়া হয়েছে স্ব রোজগারী হওয়ার জন্য। মঙ্গলবার সুপারী বাগান স্থীত দশরথ দেব ভবনে বেনিফিসেয়ারীদের মধ্যে অটোর চাবি তুলে দেওয়া দেওয়া এবং শর্ত সাপেক্ষে ঋন প্রদান অনুষ্ঠানের সূচনা করে এই কথা বলেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এস টি কর্পোরেশনের উদ্যোগে এই ঋন প্রদান ও অটোর চাবি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস টি কর্পোরেশনের সভাপতি মঙ্গল দেববর্মা সহ অন্যান্যরা। এদিন ৩৭ জন বেনিফিসেয়ারীর হাতে অটোর চাবি তুলে দেওয়া হয়। ৫ জনের কাছ থেকে ঋনের রিকোভারী করা হয়। এবং ২ জনের হাতে ইকো গারীর চাবি তুলে দেন অতিথিরা। তিনটি অর্থ বছরের পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া।