স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ নভেম্বর।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের গাফিলতির কারণে পি সি এম -এ ভাল করেও বহিঃ রাজ্যের কলেজে পড়ার সুযোগ পেয়েও বঞ্চিত থেকে যাচ্ছে এক ছাত্র। আবেদন পত্র পূরণ করে পাঠানোর সময় কিছু জটিলতা হয়। সেই বিষয়ে জটিলতা দূর করতে পারে কেবল মাত্র ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ। কিন্তু কলেজ থেকে বার বার মেইল করে ছাত্রটির কাছে আবেদন পত্র সঠিক করার জন্য বলা হচ্ছে। অথচ এই বিষয়ে মধ্য শিক্ষা পর্ষদকে জানানোর পরেও কোন পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না।
ইতিমধ্যে অন্যদের ক্লাশ শুরু হয়ে গেছে বলে জানতে পারে ছাত্রটি। এই অবস্থার কথা এ বি ভি পি-র গোচরে নেয় ছাত্রটি। মঙ্গলবার এ বি ভি পি-র পক্ষ থেকে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সম্পাদক ডা দুলাল দের সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। মধ্য শিক্ষা পর্ষদের সম্পাদক বিষয়টি দ্রুত সভাপতির নজরে নিয়ে সুরাহা করার কথা জানান। এই বিষয়ে জানান এ বি ভি পি-র আগরতলা জেলার সহ সম্পাদিকা পার্বতী ভট্টাচার্য।