স্টাফ রিপোর্টার, কদমতলা, ৩ নভেম্বর।। ফাঁসিতে আত্মহত্যা করলেন এক মহিলা। মৃতার নাম বাসুকি তাঁতি (৪০)। ঘটনার বিবরণে প্রকাশ উত্তর জেলার কদমতলা থানাধীন মহেশপুর গ্রামের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হরেন্দ্র তাতির স্ত্রী বাসুকি তাঁতি(৪০) তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে দিন যাপন করে আসছিলেন। মায়ের সাথে সংসারের হাল ধরেছিল বাসুকি দেবীর বড় ছেলে।
গতকাল বড় ছেলে সকালেই কাজে বেরিয়ে পড়ে। ছোট ছোট দুই ছেলে এবং এক মেয়ে মায়ের সাথে বাড়িতেই ছিল।দুই ছেলে ও এক মেয়ে বিকেলবেলা বাড়ির পাশে খেলতে যায়। খেলা থেকে ফিরে এসে তারা দেখতে পায় তাদের মা বাসুকি তাঁতি রান্না ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মায়ের দেহ ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার চেচামেচি করলে আশপাশের জনগণ ছুটে আসেন।ছুটে আসে বাসুকি তাতির বড় ছেলেও। খবর দেওয়া হল কদমতলা থানায়। কদমতলা থানার এ এস আই ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে কদমতলা গ্রামীণ হাসপাতালের মর্গে নিয়ে আসেন।