অনলাইন ডেস্ক, ২ নভেম্বর।। আমেরিকায় দৈনিক করোনা আক্কান্তের সংখ্যা লক্ষ ছাড়িয়েছে। ইউরোপের বহু দেশে করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হয়েছে।ইংল্যান্ড-ফ্রান্স- জার্মানিতে শুরু হয়েছে লকডাউন। ভারতেও দৈনিক আক্রান্তের সংখ্যায় রাশ টানলেও সংক্রমণে লাগাম পড়েনি। করোনা আবহে দীপাবলিতে বাজি পোড়ানো হলে তাতে করোনা রোগীদের শ্বাসকষ্ট দ্বিগুণ হতে পারে বলে মন চিকিৎসক মহলের একাংশের।
এই পরিস্থিতিতে দীপাবলিতে আতসবাজি না পোড়ানোর সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার। রবিবার করোনা ভাইরাস পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী অশোক গহলৌত জানান, এই চ্যালেঞ্জিং সময়ে মানুষের জীবন রক্ষা করা সরকারের প্রথম কাজ। ইতিমধ্যেই প্রশাসনের তরফে আতসবাজি প্রস্তুতকারক সংস্থাগুলির লাইসেন্সও সাময়িকভাবে বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, বাজি বিক্রির অস্থায়ী লাইসেন্সও আপাতত নিষিদ্ধ করছে সরকার। শুধু দিপাবলী নয়, বিয়ে-সহ অন্যান্য অনুষ্ঠানেও আতশবাজি পোড়ানো নিষিদ্ধ করা হল রাজস্থানে। এতেই শেষ নয়। দূষণ নিয়ন্ত্রণ করতে সিগন্যালে দাঁড়ালে গাড়িগুলিকে ইঞ্জিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দূষণ-সংক্রান্ত নিয়ম না মানলে, গাড়ির মালিকের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, নির্দেশ দিয়েছে প্রশাসন। পাশাপাশি গহলৌত আশ্বাস দিয়েছেন, করোনা পরিস্থিতি সামাল দিতে শীঘ্রই ২ হাজার চিকিৎসক নিয়োগ করা হবে।