স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ নভেম্বর।। প্রয়াত প্রাক্তন বিধায়ক তথা এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবব্রত কলই-এর মরদেহ সোমবার বিকালে নিয়ে যাওয়া হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে। সেখানে মৃতের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিস্নু দেববর্মণ, বিধায়ক রামপদ জমাতিয়া, প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। সেখানে প্রয়াত দেবব্রত কলই-র মৃতদেহে দলীয় পতাকা দেওয়ার পাশাপাশি ফুল দিয়ে মৃতের প্রতি শেষ শ্রদ্ধা জানান সকলে।
পরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রয়াত দেবব্রত কলই-র পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন প্রয়াত দেবব্রত কলই জনজাতিদের একজন প্রখর নেতৃত্বের অধিকারি ছিলেন। ২০১৬ সালে স্বেচ্ছায় তিনি প্রদেশ বিজেপি কার্যালয়ে এসে বিজেপিতে যোগদান করেন। তিনিই প্রথম জনজাতিদের হাতে তৈরি রিসাকে তুলে ধরার বিষয়ে বলেছিলেন। মুখ্যমন্ত্রী আরও বলেন দেবব্রত কলই বর্তমানে নেই, কিন্তু তিনি এডিসি-র উন্নয়নের জন্য যে দিশা নির্দেশিকা গুলি তৈরি করেছিলেন, বর্তমান সরকার সেই দিশাতে কাজ করছে। আর এই কাজের মাধ্যমে প্রয়াত দেবব্রত কলই-কে ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে স্মরণ করে রাখা হবে।