অনলাইন ডেস্ক, ২ নভেম্বর।। চিনের তৈরি করোনা টিকার বিরুদ্ধে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে ব্রাজিল জুড়ে। সাও পাওলো, রিও ডি জেনিরোর মতো একাধিক শহরে প্রতিবাদে পথে নেমেছেন হাজার হাজার মানুষ।
উল্লেখ্য, চিনের সংস্থা সিনোভ্যাকের তৈরি করোনা টিকা ‘করোনাভ্যাক’য়ের ট্রায়াল চিনের তৈরি করোনা টিকার বিরুদ্ধে প্রবল বিক্ষোভ শুরু ব্রাজিলে রবিবারই, ব্রাজিলের মানুষের উপর চিনের এই টিকা পরীক্ষার প্রতিবাদে পথে নামেন সাও পাওলোর বহু মানুষ। তাঁদের মুখে ছিল চিনের টিকা বিরোধী স্লোগান।
হাতে ছিল প্ল্যাকার্ড।সাওপাওলোর গভর্নর জোয়া ডোরিয়া সম্প্রতি ঘোষণা করেছেন, এই করোনা টিকার ট্রায়াল বাধ্যতামূলক, এরফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বাসিন্দাদের মধ্যে। তাঁর এই ঘোষণার পরেই ফুটছেন সাও পাওলোর সাধারণ মানুষ। তাঁদের সাফ কথা, তাঁরা চিনা টিকার ট্রায়ালের জন্য নিজেদের গিনিপিগ হতে দেবেন না। বিক্ষোভে আঁচ ছড়িয়েছে ব্রাজিলের অন্য প্রান্তেও।