স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ নভেম্বর।। বার্ধক্য জনিত রোগে বহিরাজ্যে প্রয়াত হলেন রাজ্যের এ ডি সি প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য তথা প্রাক্তন বিধায়ক দেবব্রত কলই। বহিরাজ্যে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু হয় তাঁর। সোমবার দুপুরে বিধানসভায় তাঁর মরদেহ নিয়ে আসা হয়। সেখানে প্রয়াত এ ডি সি প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য তথা প্রাকতন বিধায়ক দেবব্রত কলইকে শ্রদ্ধা জানান বিধানসভার সদস্য ও কর্মীরা।
শ্রদ্ধা জানান বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস , মুখ্যসচেতক কল্যাণী রায়, মন্ত্রী সান্তনা চাকমা, বিধায়ক ডাঃ দিলিপ দাস , রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস রাজনৈতিক নেতা হিসেবে রাজ্যবাসীর কাছে জনপ্রিয় নেতা ছিলেন। রাজ্যবাসীর কাছে এটা এক বড় অভাব।