স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ নভেম্বর।। আদালত চত্ত্বরে আইনজীবী নিগ্রহের ঘটনায় আজ ত্রিপুরা বার এবং হাইকোর্ট বার এসোসিয়েশনের প্রতিনিধি-রা পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের দ্বারস্থ হয়েছেন। শুধু তাই নয়, আদালত চত্ত্বরে আইনজীবী-রা নীরব প্রতিবাদ প্রদর্শন করেছেন। বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ উদ্বেগ প্রকাশ করে জানতে চেয়েছেন, আমরা ভীত সন্ত্রস্থ হলে সাধারণ জনগণ কোথায় যাবেন। প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর দুই সম্প্রদায়ের ছেলে-মেয়ের বিবাহ সংক্রান্ত মামলা-কে ঘিরে আইনজীবী গৌতম বণিক এবং অনির্বান বসাক নিগৃহীত হন। কয়েকজন যুবক তাঁদের হেনস্তা করেছেন। ওই ঘটনায় একজন-কে পুলিশ গ্রেফতার করেছে।
কিন্তু, বাকিদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাতে, আইনজীবী-রা প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন। ইতিমধ্যে তারা একাধিকবার বিক্ষোভ প্রকাশ করেছেন। আজ ত্রিপুরা বার এবং হাইকোর্ট বার এসোসিয়েশনের প্রতিনিধিরা রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের সাথে দেখা করেছেন। আইনজীবী-দের নিরাপত্তা এবং দোষী-দের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এ-বিষয়ে আইনজীবী ভাস্কর দেববর্মন বলেন, পেশাগত দায়িত্ব পালনে আমরা এখন ভীষণ শঙ্কিত। তাঁর দাবি, পেশার দায়ে আমরা যে কোন মক্কেলের পক্ষে আদালতে দাঁড়াতে পারি। আমাদের সেই অধিকার রয়েছে। কিন্তু, আদালত চত্ত্বরে আইনজীবী-দের নিগ্রহের ঘটনায় আমাদের আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে। তাই, আজ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের কাছে প্রতিকার চেয়েছি, বলেন তিনি।