স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১ নভেম্বর।। সামান্য বৃষ্টি হলেই জলাশয়ে পরিণত হচ্ছে রাস্তা। বিশালগড় পৌর পরিষদের ৭ নং ওয়ার্ডের রাস্তাটির জন্য প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে ১০ থেকে ১২ টি গ্রামের জনগন। বহুবার অভিযোগ করা সত্ত্বেও রাস্তা সংস্কারের কোনো হেলদোল নেই কর্তৃপক্ষের। দেখলে হয়তো মনে হতে পারে কোন এক জলাশয়। কিন্তু বাস্তবে তা হল বিশালগড়ের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম একটি রাস্তা। কারণ এই রাস্তাটি ৫ থেকে ৬ টি গ্রামের সংযোগ স্থাপনের সড়ক। পাশাপাশি ১০ থেকে ১২ টি গ্রামের জনগন প্রতিনিয়ত আসা-যাওয়া করে এই রাস্তাটি দিয়ে। এই রাস্তাটি বর্তমানে বিশালগড় পুর পরিষদের ৭ নং ওয়ার্ডের অধীনে।
নিত্যদিন জনগণ এই কর্দমাক্ত রাস্তাটির জন্য দুর্ভোগের শিকার হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি জলাশয়ে পরিণত হয়ে যায়। অবাক করার বিষয় হচ্ছে রাস্তাটি বিশালগড় পুর পরিষদের অধীনে থাকা সত্ত্বেও, রাস্তার পাশে জল নিকাশি ব্যবস্থা নেই। এই বেহাল রাস্তার জন্য প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি ক্ষতির সম্মুখীন হচ্ছে গাড়ির চালকরা। ফলে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। জানা যায় এই রাস্তাটি সংস্কারের জন্য জনগণ বিশালগড় পুর পরিষদের কাছে দাবি জানিয়েছে বহুবার। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে দুর্ভোগের শিকার হওয়া সাধারন মানুষদের মধ্যে।