স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ নভেম্বর।। বিলোনিয়া মহকুমার ছয়ঘড়ীয়া চৌদ্দ দেবতা মন্দির সংলগ্ন এলাকায় ধস পড়ে যান চলাচল বন্ধ। ঘটনার বিবরনে জানা যায় শনিবারের প্রবল বর্ষায় বিলোনিয়া মহকুমার অন্তর্গত ছয়ঘড়ীয়া এলাকায় রাস্তায় ধস পড়ে বিলোনিয়া- শান্তিরবাজার যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়। বিলোনিয়া থেকে শান্তিরবাজার যাতায়াতের জন্য এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। জানা যায় রবিবার সকাল ভোর ৫ টা থেকে ধ্বস পড়ার জন্য প্রচুর পরিমানে গাড়ী আটকে পড়ে যায়।
পরবর্তী সময় বড় মালবাহী গাড়ীর শ্রমিকরা একত্রিত হয়ে ধ্বসের কিছুটা অংশ সড়িয়ে ছোট গাড়ী ও বাইক চলাচলের ব্যাবস্থা করেদেন। দীর্ঘ ৫ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও প্রসাশনের পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ গ্রহন করেননি বলে অভিযোগ। এতে করে বড় যান চালকদের বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হয়।অবশেষে ধ্বস পড়ার খবর পেয়ে এলাকার বুথ সভাপতি ও কিছু নেতৃত্বরা ধ্বস সরানোর কাজে হাত বাড়িয়ে দেন।