স্টাফ রিপোর্টার, খোয়াই, ১ নভেম্বর।। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে SPO নিয়োগের জন্য খোয়াই মহকুমার দুটি থানা এলাকার আবেদনকারীদের মৌখিক পরীক্ষা নেওয়ার কাজ শুরু হয় রবিবার সকাল থেকে খোয়াই পুলিশ লাইনে। এদিন সকালে খোয়াই থানা ও চম্পাহাওর থানা এলাকার 526 জন আবেদনকারীরা খোয়াই পুলিশ লাইনে আসে মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য। খোয়াই পুলিশ লাইনে মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য উপস্থিত ছিলেন খোয়াই জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সেনগুপ্ত, তেলিয়ামুড়া ট্রাফিক DSP সোনা চরণ জমাতিয়া সহ জেলার আরক্ষা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা ।
উপস্থিত সকল আবেদনকারীদের মৌখিক পরীক্ষা নেওয়ার আগে তাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট পরীক্ষা করা হচ্ছে। আবেদনকারীরা বাইরে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। একজন একজন করে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সেনগুপ্ত জানান, খোয়াই মহকুমা এলাকার 526 জনকে এদিনই মৌখিক পরীক্ষা নেওয়া হয়।