স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১ নবেম্বর,।। অবশেষে খালের জলে পাওয়া যায় উষা রানী দাস বয়স (৭৫) নামে বৃদ্ধ মহিলার দেহ। ঘটনার বিবরণে জানা যায় রবিবার দুপুরে বিশালগড় থানাধীন কড়ইমুড়া আমতলা এলাকার মৃত প্রসন্ন চন্দ্র দাসের স্ত্রী নিজ বাড়ির ঘর থেকে প্রাকৃতিক কাজের জন্য বেড় হয়। ঘর থেকে বাইরে বেড়নোর সময় কেউ কিন্তু ওনাকে দেখতে পায়নি, কিছু সময় অতিক্রান্ত হয়ে গেলে বাড়িতে থাকা ওনার মেয়ে ঘরে এসে মাকে না দেখতে পেয়ে খুঁজা খুঁজি শুরু হয়।
অনেকক্ষণ খুঁজা খুঁজি করার পর বাড়ির মধ্যে শৌচাগারের সঙ্গে থাকা একটি খালের মধ্যে সন্দেহ হওয়াতে বৃদ্ধার নাতি সেই খালের জলে নেমে খুঁজতে থাকে এবং কিছুক্ষণ খুঁজার পর বৃদ্ধ মহিলার শাড়ি জলে ভাসতে দেখতে পেয়ে শুরু হয় চিৎকার চেচামেচি তখন বাড়ির সকলে মিলে খুজার পর মহিলার মৃতদেহটি একটি ঝুপের মধ্যে দেখতে পায়। তরিঘরি তখন বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেওয়া হয় খবর পেয়ে দপ্তরের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বৃদ্ধ মহিলাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
কিন্তু চিকিৎসক মহিলাকে মৃত বলে জানায়, কান্নায় ভেঙে পড়ে আত্মীয় পরিজনরা।পরিবারের তরফে জানা যায় বৃদ্ধ মহিলা বাড়িতে সবসময় লাঠির সাহায্যে চলাফেরা করতো এবং ঘর থেকে একা কোন সময় বের হতেন না এবং সম্ভবত প্রাকৃতিক কাজ করতে গিয়ে মাথা ঘুরিয়ে কিংবা পা পিছলিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারনা।তাছাড়া বৃদ্ধার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।