অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে সংঘবদ্ধভাবে হামলা চালাল দুষ্কৃতকারীর

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৩১ অক্টোবর।। অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে সংঘবদ্ধভাবে হামলা চালায় একদল দুষ্কৃতকারী। সুবিচার পেতে থানায় দারস্থ আক্রান্ত পরিবার। জমিতে রাখা জৈব সার কাউকে কিছু না বলে নিয়ে যাওয়া এবং জমি থেকে সার কেন নিয়ে গেল প্রশ্ন করাতে রাতে সংঘবদ্ধ ভাবে গোটা পরিবারের উপর হামলা চালায় দুষ্কৃতকারীরা। ঘটনা বিশালগড় থানাধীন ভাটি লারমায়। ঘটনার বিবরণে জানা যায় ২৭ অক্টোবর বিশালগড় থানাধীন ভাটি লারমা

এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আদিত্য নমঃ-এর ভাইপোর জমি থেকে কে বা কাহারা কাউকে কিছু না বলে দুই বস্তা জৈব সার নিয়ে যায়। পাশ্ববর্তী জমির মালিক উওম দেবনাথের জমিতে সারগুলি দেখতে পেয়ে আদিত্য নমঃ- এর ভাইপো উওম দেবনাথকে সারগুলো কেন নিয়ে গেল প্রশ্ন করে। এই নিয়ে উভয়ের মধ্যে কথা কাটা কাটি হয়। তাতেই শেষ হয়নি, উত্তম দেবনাথ এলাকার উপপ্রধান রামকৃষ্ণ সাহাকে ঘটনাটি জানায়। তার কিছু সময় বাদে রামকৃষ্ণ সাহা ঘটনাটির মিমাংসা না করে এলাকার কয়েকজন প্রভাবশালী লোককে সাথে নিয়ে হামলা চালায় আদিত্য নমঃ-এর বাড়িতে। হামলা থেকে রেহাই পায়নি শিক্ষকের স্ত্রী, পুত্র, কন্যা, এমনকি বাপের বাড়িতে বেড়াতে আসা বিবাহিত কন্যাও।

শিক্ষকের বাড়ির প্রায় সকলেই রক্তাক্ত হতে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ, কিন্তু হামলাকারীরা তখন পালিয়ে যায়। লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবার। এদিকে শিক্ষকের কন্যা গুরুতর আহত এবং হাসপাতালে চিকিৎসাধীন। মুল অভিযুক্তদের মধ্যে রামলাল সাহা, পিতা জহর লাল সাহা,রাকেশ সাহা পিতা জহর লাল সাহা, বাপন দাস পিতা স্বপন দাস,রাকেশ সাহা ওরফে চানু পিতা নিখিল সাহা, এবং উওম দেবনাথ পিতা চিত্তরঞ্জন দেবনাথের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর চার পাঁচ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও অভিযুক্তদের আটক করতে পারে নি পুলিশ। এখন দেখার বিষয় আক্রান্ত শিক্ষক ও ওনার পরিবার সুবিচার পায় কিনা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?