স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ নভেম্বর।।বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টি অব্যাহত। শুক্রবার রাতে রাজধানী সহ আশপাশের এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি হয়। একইসঙ্গে ব্যাপকভাবে বজ্রপাত হয়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে অসমের এই বৃষ্টির কারণ হচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ। এদিকে আবহাওয়া দপ্তর থেকে আগাম পূর্বাভাস দেওয়া হয়েছিল রাজ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মেঘাচ্ছন্ন আকাশ পরিলক্ষিত হবে। সে মোতাবেক রবিবার বেলা বাড়ার পরে শহর জুড়ে বৃষ্টি নামে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয় শহরের বেশ কিছু স্থানে। আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে চার নভেম্বরের পর রাজ্যে তাপমাত্রা নামবে। শীত বাড়বে।