করোনার প্রকোপ বৃদ্ধির আশঙ্কা জাহির করলেন পশ্চিম জেলার ডিএম

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ অক্টোবর।। দুর্গোৎসবের সমাপ্তির সাথেই করোনার প্রকোপ বৃদ্ধির আশঙ্কাবাণী শুনালেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ শৈলেশ কুমার যাদব। সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে নজরদারি চালানো হবে বলে আশ্বস্থ করেন তিনি।

আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক জানিয়েছেন, দ্রব্যমুল্য বৃদ্ধি নিয়ে বাজার কমিটির প্রতিনিধি, মার্চেন্ট এসোসিয়েশনের সদস্য, জেলা ও মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে বৈঠক হয়েছে। বৈঠকে দ্রব্যমূল্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাতে, মূল্য নিয়ন্ত্রণে রাখার উপায় খুঁজে বের করতে বলা হয়েছে।

তিনি বলেন, পাইকারি বাজারের খুচরা বিক্রিতে দ্রব্যমূল্যের প্রচুর ফারাক নজরে এসেছে। সেক্ষেত্রে ভারসাম্য রক্ষায় ব্যবসায়ীদের উদ্যোগী হতে হবে। তাঁর বক্তব্য আগামীকাল থেকে বাজার এবং বিভিন্ন খুচরা দোকানে প্রশাসনের যৌথ দল নজরদারি চালাবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের সাথে কোভিড স্বাস্থ্যবিধি বজায় রাখার বিষয়েও নজরদারি চালানো হবে।তাঁর দাবি, আগামীদিনে করোনা-র প্রকোপ বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

কারণ, আক্রান্তের শতকরা হার সেদিকেই ইঙ্গিত করছে। তিনি বলেন, সেপ্টেম্বরে পশ্চিম ত্রিপুরা জেলায়ই করোনা আক্রান্তের শতকরা হার ছিল ২৬-৩০ শতাংশ। দুর্গোৎসবের পূর্বে সেই হার কমে দাঁড়িয়েছিল ৩-৫ শতাংশে। কিন্তু, গতকাল পর্যন্ত ফের করোনা আক্রান্তের শতকরা হারে বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। তাঁর কথায়, গতকাল পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলায় করোনা আক্রান্তের শতকরা হার বেড়ে ১০ শতাংশ হয়েছে।

আগামী দিনে ওই হার আরও বাড়বে বলেই তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের সাফ কথা, করোনা-র স্বাস্থ্যবিধি মেনে চালায় ঢিলেমি এবং উদাসীনতার কারণেই আগস্ট এবং সেপ্টেম্বরে করোনা আক্রান্তের সংখ্যায় অস্বাভাবিক বৃদ্ধি হয়েছিল। সাথে বেড়েছিল মৃত্যুর হারও। তাই, করোনা-র স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার ক্ষেত্রেও নজরদারি চালানো হবে।

তিনি বলেন, আগামীকাল থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সাথে করোনা-র স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসনের যৌথ দল নজরদারি চালাবে। বিধি ভঙ্গ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি ব্যবসায়ী এবং সাধারণ জনগণের প্রতি করোনা-র স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?