২৬ নভেম্বরের সাধারন ধর্মঘটের সমর্থনে কনভেনশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ নভেম্বর।। দশটি ট্রেড ইউনিয়ন, ফেডারেশন, গণ সংগঠন সমূহের আহবানে কেন্দ্রের শ্রমিক, কৃষক ও জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে আগামী ২৬ শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ২৬ নভেম্বরের সাধারন ধর্মঘটের সমর্থনে রবিবার আগরতলা টাউন হলে রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয়। শ্রম আইনে চারটি নতুন কোড সংযুক্ত করে পাস করানো হয়েছে। এর মাধ্যমে শ্রমজীবীদের চাকরির কোন নিশ্চয়তা রইল না। মজুরির ক্ষেত্রে নিয়মগুলিও বন্ধ হয়ে গেল। সামাজিক ক্ষেত্রে অধিকার খর্ব করা হয়েছে এই নতুন আইনে। এই অবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন ও প্রতিরোধ ছাড়া আর কোনো পথ নেই।

তারই পরিপ্রেক্ষিতে সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে টাউনহল কনভেনশনে জানান। কারণ সরকারের চালু করা নয়া নীতিগুলি সমজিবি অংশের মানুষ মেনে নিতে পারছে না। মালিকরা শ্রমিকদের ব্যবহার করবে। কোনো আইনি দিক থাকছে না। তবে এর দ্বারা স্পষ্ট হয়ে গেছে বিজেপি সরকারের দমন-পীড়নের দিক বেছে নিচ্ছে। বিরোধীদের সাথে কোনো আলোচনাই করতে চায়না। এমনকি বর্তমানের যে আর্থিক মন্দা অবস্থার সৃষ্টি হয়েছে এর জন্য দায়ী বিজেপি সরকার বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এদিন কনভেনশনে এছাড়াও উপস্থিত ছিলেন সিআইটিইউ নেত্রী পাঞ্চালি ভট্টাচার্যী, তপন চক্রবর্তী সহ অন্যান্যরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?