স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ অক্টোবর।। মহর্ষি বাল্মীকি এবং লৌহমানব সর্দার বল্লব ভাই প্যাটেলের জন্মজয়ন্তী পালিত হয়েছে বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে। প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন। খারাপ আবহাওয়া এবং ভারী বৃষ্টিপাতের জন্য একতার জন্য দৌড় কর্মসূচি প্রদেশ কার্যালয় থেকে পালন করা সম্ভব হয়নি।বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি ডাঃ সাহা বলেন, রামায়ণ থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে।
তেমনি, সর্দার বল্লব ভাই প্যাটেলের দেশ-কে একত্রিত করার প্রয়াস-কেও আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তাঁর কথায়, দেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী ভারতের ৫৬০টি রাজন্য শাসিত রাজ্য-কে ভারতের সাথে অন্তর্ভুক্ত করেছিলেন। তাঁর জন্যই দেশে বৈচিত্রের মধ্যে একটা স্বার্থক হয়েছে। তাই, আজ তাঁর জন্মজয়ন্তী-তে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি।প্রদেশ সভাপতি জানান, ভারী বৃষ্টিপাতের জন্য আজ প্রদেশ কার্যালয় থেকে একতার জন্য দৌড় কর্মসূচি পালন করা সম্ভব হয়নি। তবে, আমরা সর্দার বল্লব ভাই প্যাটেলের দেখানো পথেই এগিয়ে যাওয়ার চেষ্টা করব।