স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ অক্টোবর।। বিয়ের ছয় মাসের মাথায় বাপের বাড়িতে এক গৃহবধূ ফাঁসিতে আত্মহত্যা করে। ঘটনার বিবরণে জানা যায় জগহড়ি মুরা এলাকার সুতপা দাস এবং তার স্বামী নিতেশ দাস শ্বশুর বাড়িতেই থাকতেন। দুজনের বিয়ের ছয় মাসের মাথায় শনিবার ওই গৃহবধূ নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে । ওই সময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানা যায়।
ঘটনার খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন তার স্বামী । কি কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে তা জানা যায়নি। কিন্তু এলাকাবাসীদের মধ্যে নানান প্রশ্ন দেখা দেয় । ঘটনাস্থলে যায় পূর্ব মহিলা থানার। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতাল ময়নাতদন্তের জন্য নিয়ে যান । স্বামী জানায় তার স্ত্রীর নার্ভের সমস্যা ছিল। আরো কিছু সমস্যা থাকায় শ্বশুর বাড়ীতে থাকতেন তিনি। দুই একবার স্বামীর বাড়ী বাবুল চৌমুহনীতে যায় সুতপা। কিন্তু এরই মধ্যে এই ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে।