মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বিশালগড়ের বেশ কয়েকটি অঞ্চল

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৩১ অক্টোবর।। শুক্রবার রাতে মুষলধারে বৃষ্টি হয় বিশালগড়ে। জলমগ্ন হয়ে পড়ে বিশালগড়ের বেশ কয়েকটি অঞ্চল। বিশালগড় পৌরসভার ১১ নং ওয়ার্ড আমবাগান এবং ১২ নং ওয়ার্ড রাউৎখলা এলাকার বেশ কয়েকটি বাড়িতে নদীর জল প্রবেশ করতে থাকে শনিবার দুপুর থেকে। নদীর পাড়ে বসবাসকারী পরিবারগুলি আতঙ্কের মধ্যে রয়েছেন কারণ যেকোন সময়ে নদীর জল ফুলে বাড়ি ঘরে প্রবেশ করতে পারে। শনিবার সন্ধ্যা পর্যন্ত বিজয় নদীর জল প্রতিনিয়ত বাড়ছে বলে জানা যায়। শুক্রবার রাতের প্রবল বৃষ্টিতে বিশালগড় মহাকুমার এর শতশত কানি জমির সবজি ক্ষেত নষ্ট হয়ে যায়। স্থানীয় কাউন্সিলর সুশান্ত দেব শনিবার সকাল থেকেই এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে পরিস্থিতির খোঁজখবর নেন। এবং এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে কোন পরিস্থিতিতে তাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত কাউন্সিলর।

কাউন্সিলর তথা মন্ডল সভাপতি সুশান্ত দেব জানিয়েছেন নদীর জল যদি বাড়ি ঘরে প্রবেশ করে সেদিকে লক্ষ্য রেখে তিনটি অঙ্গনারী স্কুল শরণার্থী শিবিরের জন্য বাছাই করে রাখা হয়েছে। বিশালগড় মহকুমা এর রাউৎ খলা, গোপিনগর ,নদী লাখ, নোয়াপাড়া, কে কে নগর, শিবনগর, লাল সিং মুড়া, গোলাঘাটী, চরিলাম, প্রভৃতি এলাকায় সবজি ক্ষেত দারুণভাবে ক্ষতির শিকার হয়। গত দুইদিন ধরে সামান্য ঝিরঝির বৃষ্টি হলেও শুক্রবার রাতে প্রচন্ড মুষলধারে কয়েক ঘন্টার বৃষ্টির ফলে সবজি চাষিদের মাথায় হাত পড়ে। এমনিতেই বর্তমান পরিস্থিতিতে সবজির বাজারে আগুন। যে কোন সবজির দাম আকাশছোঁয়া।

বিশালগড় সহ রাজধানীর একটা ভালো অংশের সবজির যোগান দেয় বিশালগড় মহকুমা সবজি চাষিরা। সবজি চাষীদের বক্তব্য প্রত্যেকবারই বন্যার জলে সবজি ক্ষেতের ক্ষতি হলে নেতারা ছুটে এসেছে সান্ত্বনা দিয়ে যায় তৎসঙ্গে লোভ দেখিয়ে যায় খাতায় নাম লিখে নিয়ে যায় সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু বাস্তবে ঠুসঠাস। আজও ক্ষতিগ্রস্ত কৃষকরা কোন সাহায্য পায় না। নেতাদের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেয় স্থানীয় কৃষকরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?