বিধায়ক রামপ্রসাদ পালের বাড়িতে ‘বিদ্রোহীদের’ বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ নভেম্বর।। রাজনীতির নয়া সমীকরণ না বিজয়ার সম্মেলন! বিধায়ক রামপ্রসাদ পালের বাসভবনে উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ প্রায় ১৮ জন বিজেপি বিধায়ক এবং বিদ্রোহী নেতৃবৃন্দের উপস্থিতিতে রাজনৈতিক মহলে বিতর্কের সূচনা করেছে। সূত্রের দাবি, বিজেপি-তে ব্যক্তি নয়, দলই প্রধান। সে-ক্ষেত্রে কাউকেই ব্যক্তিগতভাবে কোনঠাসা করা বিজেপি-র গঠনতন্ত্র-র সাথে সাযুজ্য রাখে না। সেই বিষয় নিয়ে আজ দীর্ঘ আলোচনা হয়েছে। তবে, পার্টি নেতা তাপস ভট্টাচার্যী নিজের ফেইসবুক ওয়ালে লিখেছেন, বিজেপি-র পরম্পরা অনুযায়ী বিধায়ক রামপ্রসাদ পালের বাসভবনে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরায় বিজেপিতে বিদ্রোহের হওয়া বইছে, তা নিয়ে অনেক দিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। দুর্গোৎসবের আবহে সেই রাজনৈতিক উষ্ণতায় কিছুটা শৈত্যতা এসেছিল।

কিন্তু, আবারো শাসক দলের অভ্যন্তরীণ মতবিরোধ প্রকাশ্যে আসছে বলেই জল্পনা শুরু হয়েছে। আজ বিধায়ক রামপ্রসাদ পালের বাসভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ ১৮ জন দলীয় বিধায়ক, ৬ জন কাউন্সিলর মিলে মোট ৩৬ জন বরিষ্ঠ কার্যকর্তা উপস্থিত ছিলেন। বিজেপি-র প্রাক্তন দুই প্রদেশ সভাপতি রণজয় কুমার দেব এবং নীলমনি দেব-ও ওই বৈঠকে অংশ নিয়েছিলেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ওই বৈঠকের অধিকাংশরাই সম্প্রতি দিল্লি গিয়ে বিজেপি হাইকমান্ডের সাথে সাক্ষাৎ করেছেন।

নালিশ জানিয়েছেন বলে স্বীকার না করলেও ত্রিপুরায় সংগঠন পরিচালনা নিয়ে সন্তুষ্ট নন, সে-বিষয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতির কাছে প্রতিকার চেয়েছেন। ফলে, আজকের ওই বৈঠক নয়া রাজনৈতিক সমীকরনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। তাতে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার উপস্থিতি রাজনৈতিক উষ্ণতা আরো কিছুটা বাড়িয়ে দিয়েছে, তা অস্বীকার করার কোন সুযোগ নেই। সূত্রের খবর, আজকের বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি।

এক্ষেত্রে, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যক্তি স্বার্থের উর্দ্ধে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি প্রধান বলে সবাই মেনে নিয়েছেন। সূত্রের মতে, বিজেপিতে ব্যক্তি নন, দলই প্রধান। সে-ক্ষেত্রে ব্যক্তিগতভাবে কাউকেই কোনঠাসা করার কোন সুযোগ নেই। এমনটাই তাঁদের আশ্বস্থ করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তবে, এদিনের বৈঠক সম্পূর্ণ অরাজনৈতিক ছিল বলে ইঙ্গিত দিয়েছেন বিজেপি কার্যকর্তা তাপস ভট্টাচার্য।

তিনি নিজের ফেইসবুক ওয়েলে লিখেছেন, ভারতীয় জনতা পার্টি-র পরম্পরা অনুযায়ী বিধায়ক রামপ্রসাদ পালের উদ্যোগে আজ তাঁর বাসভবনে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এছাড়া, বিধায়ক রাম প্রসাদ পাল এবং সুদীপ রায় বর্মন, আশীষ কুমার সাহা, সুশান্ত চৌধুরী সহ মোট ১৮ জন বিধায়ক এবং ৬ জন কাউন্সিলর মিলে মোট ৩৬ জন বিজেপির বরিষ্ঠ কার্যকর্তা উপস্থিত ছিলেন। সাথে তিনি যোগ করেন, বরিষ্ঠ কার্যকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন প্রদেশ সভাপতি রনজয় কুমার দেব এবং নীলমনি দেব।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?