স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ নভেম্বর।। আগরতলা প্রেস ক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ নভেম্বর। আর এই নির্বাচনী কাজে রিটার্নিং অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। এই নির্বাচনে যুগ্ম রিটার্নিং অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন পারিজাত দত্ত ও আইনজীবী অরিন্দম দেব। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান নির্বাচনী কাজে রিটার্নিং অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। মোট ১১ টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এর মধ্যে রয়েছে সভাপতি, সহ- সভাপতি , সম্পাদক , দুই জন যুগ্ম সম্পাদক , একজন কোষাধ্যক্ষ এবং ৫ জন সদস্য পদে নির্বাচন হবে। এবারের নির্বাচনে মোট ২৪ টি মনোনয়ন জমা পড়ে। সহ- সভাপতি হিসাবে চিত্রা রায় ও যুগ্ম সম্পাদক হিসাবে ডঃ বিশ্বেন্দু ভট্টাচার্য তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়। বর্তমানে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে। সম্পাদক পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি যুগ্ম সম্পাদক পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী ৮ নভেম্বর দুপুর দুইটা থেকে বিকাল ৫ টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। এরপর হবে গননা। সেদিনই ঠিক হবে প্রেস ক্লাবের পরবর্তী দুই বছরের ম্যানেজিং কমেটির ।
এবারের প্রেস ক্লাবের নির্বাচনে নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা করতে ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনের কাজে নিযুক্ত অভিজ্ঞ আইনজীবীদের নেওয়া হবে বলে জানান নির্বাচনী কাজে রিটার্নিং অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। আগরতলা প্রেস ক্লাবের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ও ভোটারদের কাছে আহ্বান জানান কোড অফ কন্ডাক্ট মেনে চলার জন্য। যাতে স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে পরিচালনা করা যায়। দুটি বুথে ভোট নেওয়া হবে।