স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ৩১ অক্টোবর।। উত্তরপত্র পুনর্মূল্যায়নের পর TBSE পরিচালিত উচ্চ মাধ্যামিক পরিক্ষায় ২০২০ সালের সম্ভাব্য মেধা তালিকায় প্রথম দশের মধ্যে অষ্টম স্থান দখল করে নিলো রাজনগরের মেয়ে পারমিতা দাস। পারমিতার বাবা পেশায় একজন স্কুল শিক্ষক। এই বছর বিলোনীয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরিক্ষায় ৪৫৮ নম্বর পেয়ে কলা বিভাগের,প্রথম বিভাগে উত্তির্ন হয়েছিল পারমিতা দাস। সম্প্রতি তার উত্তরপত্র পূনঃমূল্যায়নের পর মেধা তালিকায় তার নাম উঠে আস। প্রথম দশের মধ্যে সেল্ফ ইন্সফেকশনে ৪৬১ নম্বর পেয়ে অষ্টম স্থান অর্জন করে নিলো পারমিতা।
পারমিতার সাফল্যের খবর পেয়ে শনিবার সকালে রাজনগরে তার বাড়ীতে ছুটে যান দক্ষিণ জেলার সভাপতি তথা সাব্রুমের বিধায়ক শংকর রায়। পারমিতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিধায়ক শংকর রায় বলেন রাজনগর সহ গোটা দক্ষিণ জেলার মুখ উজ্জ্বল করেছ পারমিতা দাস। সামনের দিনে আরো ভালো ফলাফল করে এগিয়ে যেতে হবে। পারমিতার সাফল্যে খুশি গোটা রাজনগর সহ দক্ষিণ জেলাবাসী। ছোট বেলা থেকেই মেধাবী ছিল পারমিতা। পড়াশোনার পাশাপাশি সে নাচ-গান করতো। বিধায়ক শংকর রায়ের সাথে পারমিতার বাড়িতে উপস্থিত ছিলেন রাজনগরের বিজেপি মন্ডল সভাপতি রঞ্জিত সরকার এবং মন্ডল নেতৃত্ব শ্যামল মজুমদার সহ স্থানীয় নেতৃত্ব।