স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ নভেম্বর।। আগামী ৩ নভেম্বর বীরেন্দ্র ক্লাবের ১২৫ তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করার লক্ষ্যে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয় রবিবার। এদিন বীরেন্দ্র ক্লাবের অফিস গৃহে সাংবাদিক সম্মেলন করে এবিষয়ে জানানো হয়। বীরেন্দ্র ক্লাবের জন্য যারা অতীতে ক্রীড়াক্ষেত্রে এবং সাংগঠনিক ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন তাদের মধ্যে একজনকে সম্বর্ধনা দেওয়া হবে প্রতিষ্ঠা দিবসে।
১২৫ তম প্রতিষ্ঠা দিবসে ক্রীড়াব্যক্তিত্ব বিমল কান্তি তারণ, সাংগঠনিক ব্যক্তিত্ব সমরেন্দ্র দেবকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, বিধায়ক আশিফ সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বহুতল বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ৮ নভেম্বর সকালে অনুষ্ঠিত হবে রক্তদান শিবির। এদিন সাংবাদিক সম্মেলন করে জানান ক্লাবের সাধারন সম্পাদক দেব প্রসাদ দত্ত।