স্টাফ রিপোর্টার, চুরাইবাড়ি, ১ নভেম্বর।। উত্তর জেলায় একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা তৈরি করা হবে। তার জন্য চলছে পরিকল্পনা। ইতিমধ্যে জাতীয় সড়ক সহ অনেক গুলি নতুন সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন। এসমস্ত রাস্তার কাজ করতে গেলে পাথরের অনেক প্রয়োজন। চুরাইবাড়িতে সোহম স্টোন ক্রেসার ইউনিটের উদ্বোধন করে এই কথা বলেন ত্রিপুরা রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, বিশিষ্ট সমাজসেবী মলিনা দেবনাথ, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, সমাজসেবী বিশ্বজিৎ ঘোষ, বিদ্যাভূষণ দাস সহ অন্যান্যরা। ত্রিপুরা রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় আরও বলেন এই ধরনের ক্রেসার ইউনিটে অনেক লোকের কর্মসংস্থান হবে তা বাস্তব। তবে তার সাথে শব্দ দূষণ ও পরিবেশ দূষণের কথাটিও চিন্তা করতে হবে । তবে এই ক্রেসার ইউনিটের আশেপাশে জনবসতি নেই যার জন্য দূষণ নিয়ন্ত্রন পর্ষদ থেকে সহজে অনুমতি পাওয়া গেছে। উত্তর জেলার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে একটি জায়গা নির্ধারণ করার জন্য, যাতে সরকার সেখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা তৈরি করতে পারে।