স্টাফ রিপোর্টার, কদমতলা, ৩১ অক্টোবর।।
প্রতিবছরের ন্যায় এই বছরও উত্তর জেলার কদমতলা আরক্ষা দপ্তর এবং এলাকাবাসী যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে কালী পূজা। আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের উদ্যোগে শনিবার সকালে কদমতলা থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ।
প্রতি বছরের ন্যায় এবারও পূজা কমিটি গঠন করা হয়।উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব ,ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস ,বিশিষ্ট সমাজসেবী শুভাশিস সেনগুপ্ত, রসময় নাথ, হীরালাল নাথ, অরুন কান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা । বিগত বছরের বাজেট পেশ করেন কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার ।
সমগ্র দেশ সহ রাজ্যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই বারের পুজোর আয়োজন করা হবে । তাই এই বারের পুজো কিছুটা ব্যতিক্রমী হলেও, কদমতলা থানার উদ্যোগে নব নির্মিত থানা কালী মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে এইবারের কালীপুজো। থানার সামনে এই কালী মন্দির নির্মাণ করতে গিয়ে এখন পর্যন্ত প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানান ওসি কৃষ্ণধন সরকার ।
তিনি জানান কদমতলা থানার কর্তব্যরত প্রত্যেক অফিসার অন্যান্য স্টাপ সহ এলাকার সর্বস্তরের মানুষের যথেষ্ট সাহায্য সহযোগিতা এবং পরিশ্রমের ফলেই এই থানা কালী মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল বিগত বছর ।
যদিও কিছুটা কাজ এখনো বাকি রয়েছে, সকলের সাহায্য সহযোগিতায় সম্পূর্ণ হবে মায়ের মন্দিরের কাজ। এই দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অরুন কান্তি ভট্টাচার্য।
তিনি জানান নবনির্মিত কালীমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সহ রাজ্য শিল্প উন্নয়ন নিগম দপ্তরের চেয়ারম্যান টিংকু রায়কে আমন্ত্রণ জানানো হবে । তাই সর্বস্থরের জনসাধারণের সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেন তিনি।