স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১ নভেম্বর।। আই পি এফ টির উদ্যোগে উত্তর তাকমা কুপিলুং এডিসি ভিলেজে ৮০ পরিবারের মধ্যে সুপাড়ীর চারা বিতরন করাহয়। প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনজাতি অংশের লোকজনদের আর্থিকদিক দিয়ে সাবলম্বী করে তোলার লক্ষ্যে সুপাড়ীর চারা বিতরন করলো আই পি এফ টি-র কর্মী সমর্থকরা।
রবিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে শান্তির বাজার মহকুমার উত্তর তাকমা কুপিলুং এডিসি ভিলেজে দরিদ্র ৮০ পরিবারকে এই সুপাড়ীর চারা প্রদান করা হয়। এইদিন প্রতি পরিবারকে ২৫ টি করে সুপাড়ির চারা বিতরন করা হয়। আই পি এফ টি কর্মীদের এইধরনের উদ্যোগকে সকলে সাদুবাদ জানিয়েছে। সুপাড়ীর চারা পেয়ে খুবই খুশি কুপিলুং এডিসি ভিলেজের লোকজনেরা।