স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ নভেম্বর।। বর্তমান সময়ে দেশে গণতন্ত্র আক্রান্ত, সংবিধান আক্রান্ত, যুবরা এবং কৃষকরা আক্রান্ত। অর্থাৎ গোটা দেশ আক্রান্ত। প্রতি ১২ মিনিটে একজন করে কৃষক আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। দেশে শূন্য পদ সৃষ্টি হচ্ছে কিন্তু বেকারদের নিয়োগ করা হচ্ছে না। ছাটাইয়ের মতো নীতি কার্যকর হচ্ছে। নতুন কর্মসংস্থান তৈরি পথ বন্ধ হয়ে পড়েছে।স্বাধীনতার পর বর্তমান সময়ে বেকারত্বের হার সবচেয়ে বেশি। মানুষ সংকটে ভুগছে। আর রাজ্যে বিজেপি এবং আইপিএফটি সরকার যুবকদের জন্য কোন জনস্বার্থমূলক সিদ্ধান্ত নিচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিদিন রাজ্যের বেকারদের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।
তাই বেকার বিরোধী সরকারের বিরুদ্ধে রাজ্যের বেকার এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ ভাবে রাস্তায় নামতে হবে। রবিবার পশ্চিম জেলা কমিটি অফিসে ডিওয়াইএফআই জিরানিয়া মহাকুমা কমিটি এক হল সভায় আহ্বান জানালেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। তিনি আরো বলেন, ১ নভেম্বর থেকে আগামী ৩ নভেম্বর ডিওয়াইএফআই ৪১ তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে মূলত এই কর্মসূচি। ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত গোটা রাজ্যে হলসভা সহ নানা কর্মসূচির মাধ্যমে বেকার কৃষক সাধারণ মানুষের স্বার্থে কর্মসূচিগুলো অনুষ্ঠিত হবে। সভায় এছাড়া উপস্থিত ছিলেন জিরানিয়া মহকুমা কমিটির সভাপতি অসীম সরকার, সম্পাদক রাহুল ধর সহ অন্যান্য নেতৃত্ব।