করোনা চিকিৎসায় জয়ন্তী ওয়ার্ড আজ চালু হল জিবি হাসপাতালে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ অক্টোবর।। কোভিড-১৯ রােগীদের চিকিৎসার সুবিধার্থে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালের জয়ন্তী ব্লক চালু করল ত্রিপুরা সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব আজ আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল ও জিবিপি হাসপাতাল পরিদর্শণ করেছেন। জি বি হাসপাতাল সুপার ডঃ দেবাশীষ রায় জানিয়েছেন, বর্তমানে ত্রিতল বিশিষ্ট জয়ন্তী ব্লকে মােট শয্যাসংখ্যা রয়েছে ২২১টি । এর মধ্যে আইসিইউ-তে শয্যা সংখ্যা ৩৯, আইসিইউ তথা পােস্ট অপারেটিভ ওয়ার্ড তথা এনআইসিইউ/ পিআইসিইউ-তে শয্যা সংখ্যা রয়েছে ২৪। এছাড়া, অ্যান্টিনেটাল ও পােস্টনেটাল শয্যা রয়েছে ৮ টি।

এদিকে, কোভিড-১৯ রােগীদের চিকিৎসার সুবিধার্থে সেন্ট্রাল লাইন অক্সিজেন সুবিধা যুক্ত শয্যা রয়েছে ৬৩টি। বাদবাকি ১৫৮ শয্যাতেও অক্সিজেন কনসেনট্রেটর ব্যবহারের সুবিধা রয়েছে।তিনি বলেন, এই জয়ন্তী ব্লকে ১৩টি ভেন্টিলেটর রয়েছে। পাশাপাশি অক্সিজেন প্রদানে উন্নততর হাইফ্লো নাসাল অক্সিজেন ক্যানুলা রয়েছে ৩টি। ১১টি শয্যার সঙ্গে মাল্টি প্যারা মনিটরের ব্যবস্থা করা হয়েছে।

এই সংখ্যা আরও বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার। এছাড়া, প্রত্যেক রােগীর জন্য পালস অক্সিমিটার রয়েছে। পর্যাপ্ত সংখ্যায় অক্সিজেন সিলিন্ডারও থাকছে। সাথে তিনি যোগ করেন, এক্স রে, সােনােগ্রাফি, ল্যাবরেটরি সুবিধা রয়েছে। এখানে চিকিৎসাধীন রােগীদের ঔষধপত্র ও পথ্যের ব্যবস্থা সরকারিভাবেই করা হবে।

লেবার রুম, মর্গ ইত্যাদিও থাকছে এই ব্লকে।তাঁর দাবি, জয়ন্তী ব্লকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বাইরে থেকে এসে তিনটি শিফটে চিকিৎসা পরিষেবা প্রদান করবেন। ফলে, তাঁদের সংক্রমণের ঝুঁকিও কমে যাবে। ত্রিপুরা সরকার কোভিড-১৯ রােগীদের চিকিৎসার সুবন্দোবস্ত করতে বদ্ধপরিকর।

তারই অঙ্গ হিসেবে জয়ন্তী ব্লক দ্রুত চালু করা হল। ফলে রাজ্যের কোভিড ১৯ আক্রান্ত রােগীরা উন্নতমানের চিকিৎসার সুফল পাবেন।এ-বিষয়ে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, ঘোষণা অনুযায়ী ৩১ অক্টোবর করোনা চিকিৎসায় জয়ন্তী ওয়ার্ড আজ চালু করা হয়েছে।

আগামী সোমবার থেকে করোনা আক্রান্ত রোগীদের ওই ওয়ার্ডে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। সাথে তিনি যোগ করেন, এনটিএইচ এক এবং দুই নম্বর ভবনটি অন্যান্য রজার চিকিৎসায় ব্যবহার করা হবে। আগামী ১৫ নভেম্বর থেকে ওই ভবনে চিকিৎসা পরিষেবা শুরু হয়ে যাবে। তাতে, করোনা ছাড়াও অন্য রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে পারবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?