অনলাইন ডেস্ক, ১ নভেম্বর।। দক্ষিণ ভারতের কেরল রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কেরল রাজ্যের ৬৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাহুলের বার্তা, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতার মূল্যবোধকে পাথেয় করে উন্নয়নের দিকে এগিয়ে চলুক দক্ষিণের এই রাজ্যটি।
রবিবাসরীয় সকালে নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, ঐক্যবদ্ধ কেরল রাজ্যের ৬৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসী এবং মালায়লীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতার মূল্যবোধকে পাথেয় করে উন্নয়নের দিকে এগিয়ে চলুক দক্ষিণের এই রাজ্যটি। কেরলের জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল। এর আগে কেরলের পিরাভি দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উল্লেখ করা যেতে পারে ১ নভেম্বর ১৯৫৬ সালে ত্রিবাঙ্কুর, কোচিন এবং মালাবারকে ঐক্যবদ্ধ করে কেরল রাজ্য প্রতিষ্ঠা করা হয়। শিক্ষা ও স্বাস্থ্য সহ একাধিক সামাজিক অধিকারের নিরিখে ভারতের বাকি রাজ্যগুলিতে থেকে অনেকটাই এগিয়ে কেরল।