বিএসএফ-বিজিবির পতাকা বৈঠকে চুরি যাওয়া গরু ফেরত পেল গৃহস্থ

স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ১ নভেম্বর।। সোনামুড়া মহাকুমার কলমচওড়া থানা এলাকার বাগবের গ্রাম পঞ্চায়েতের দুধ পুকুর এলাকার আমির হোসেনের চুরি যাওয়া গরুটি ফেরত দিয়েছে বিজিবি জওয়ানরা। সংবাদ সূত্রে জানা গেছে গত ২৫অক্টোবর আমির হোসেনের একটি গরু চুরি হয়। সীমান্তের ওপারে বিজিবির হাতে ধরা পরে গরুটি। বিজিবি তরফের গরুটি ফেরত দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়।সে অনুযায়ী বিএসএফের ৭৪ নম্বর ব্যাটেলিয়ান এর সঙ্গে বিজেবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে আমির হোসেনের হাতে গরুটি তুলে দেওয়া হয়। বড় ফিরে পেয়ে দারুন খুশি আমির হোসেন এবং সীমান্ত এলাকার বাসিন্দারা।

সীমান্ত গ্রামগুলিতে প্রতিনিয়ত গরু চুরির ঘটনা ঘটে চলেছে। গরু চুরি করে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। অনেক ক্ষেত্রেই এসব গরু আটক করা সম্ভব হয় না।বিএসএফ এবং বিজিবি র নজরদারি সত্ত্বেও এ ধরনের ঘটনা প্রতি নিয়ত ঘটে চলেছে। পরপর এসব গরু চুরির ঘটনায় সীমান্ত এলাকায় বসবাসকারী পরিবারগুলো আতঙ্কগ্রস্থ।সীমান্তে টহল দাড়ি বাড়ানোর জন্য সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?