স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ নভেম্বর।। ৩রা নভেম্বর যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ৪১ তম প্রতিষ্ঠা দিবস। গোটা রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেছে ডিওয়াইএফআই। প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে নানা সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রবিবার আগরতলায় ছাত্র-যুব ভবনে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে মোট ৩০ জন যুবক যুবতী স্বেচ্ছায় রক্ত দান করেন। এ বিষয়ে বলতে গিয়ে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক বলেন, সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিবছর বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হয়। এ বছরও তা থেকে বিরত থাকেনি সংগঠন।
ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক বলেন করুণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে রাজ্যের ব্লাডব্যাংক গুলিতে রক্তের সংকট চরম আকার ধারণ করেছে।এ কথা মাথায় রেখেই সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজ্যের অন্যান্য স্থানেও রক্তদান শিবির সহ নানা সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। রাজ্যের ব্লাডব্যাংক গুলিতে রক্তের মজুদ বাড়ানোর জন্য অন্যান্য সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংস্থা গুলিতে এগিয়ে আসার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।