স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ নভেম্বর।। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে আমবাসা থানাধীন সুধাংশু ঘোষপাড়ার শব্দকর বস্তির অমর শব্দকরের পরিবার বর্তমানে বাড়ি ছাড়া। ঘটনার বিবরণে জানা যায় সোমবার এলাকার বাসিন্দা উত্তম শব্দ কর, অমর শব্দকরের বাড়িতে হামলা চালায়। অমর শব্দকরের স্ত্রীর হাত ভেঙে দেয়। এমনকি অমর শব্দকরের মেয়েকেও মারধোর করা হয়। ঘটনার পর আহতদের ধলাই জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি অভিযুক্ত উত্তম শব্দকরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় আমবাসা থানায়।
যদিও বর্তমানে উত্তম শব্দকর পলাতক । রবিবার বিকালে তাদের বাড়িতে ছুটে যায় বাসুদেব পাড়া পঞ্চায়েতের উপপ্রধান বাবুল দাস সহ বিজেপি নেতৃত্বরা। তবে অমর শব্দকরের পরিবারের তরফ থেকে জানানো হয় আমবাসা থানার পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা গ্রহণ করছে । অমর শব্দকর জানায় বিজেপি কর্মী হওয়ায় তার উপর বারবার আক্রমণ করছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।