স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৩১ অক্টোবর।। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী S. P. O নিয়োগের জন্য তেলিয়ামুড়া মহাকুমার তিনটি ব্লক এলাকা থেকে আবেদনকারীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয় শনিবার তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে। এদিন সকাল ১০ টা থেকে মুঙ্গিয়া কামি ব্লক, তেলিয়ামুড়া ব্লক এবং কল্যাণপুর ব্লক এইসব এলাকার ৫২০ জন আবেদনকারীরা চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে আসে মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য। আবেদনকারীদের মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে উপস্থিত ছিলেন খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সেনগুপ্ত, তেলিয়ামুড়া ট্রাফিক D. S. P সোনা চরণ জমাতিয়া, তেলিয়ামুড়া S. D. P. O বি জগদীশ্বর রেড্ডি সহ আরক্ষা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
তবে ৫২০জন আবেদনকারীর মধ্যে ৫০০জন আবেদনকারী মৌখিক ভাবে পরীক্ষা দেন। বাকি ২০জন আবেদনকারী কোনো এক অজ্ঞাত কারণে মৌখিক পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয় নি। এদিকে খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সেনগুপ্ত জানান আগামী দিন খোয়াইতে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা। শনিবার যে ২০জন আবেদনকারী চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে মৌখিক পরীক্ষা দিতে পারেনি তারা খোয়াইতে গিয়ে পরীক্ষা দিতে পারবে।