বল্লব ভাই ও ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধায় স্মরণ করল প্রদেশ কংগ্রেস

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ অক্টোবর।। লৌহমানব সর্দার বল্লব ভাই প্যাটেল এবং এশিয়ার মুক্তিসূর্য ইন্দিরা গান্ধী-কে একই দিনে শ্রদ্ধায় স্মরণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আজ সর্দার বল্লব ভাই প্যাটেলের ১৪৫তম জন্মজয়ন্তী এবং ইন্দিরা গান্ধীর ৩৭তম মৃত্যুদিবস।

তাই, তাদের-কে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে প্রদেশ কংগ্রেস। এআইসিসি-র নির্দেশে আজকের দিনটিকে কিষান অধিকার উদযাপন দিবস হিসেবে পালন করছে কংগ্রেস।এ-বিষয়ে প্রদেশ কংগ্রেস মিডিয়া সেল ইনচার্জ আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক বলেন, দেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী লৌহমানব সর্দার বালব ভাই প্যাটেলের আজ ১৩৭তম জন্মজয়ন্তী।

একইদিনে এশিয়ার মুক্তিসূর্য হিসেবে পরিচিত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৭তম মৃত্যুদিবস। তাই, তাঁদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছি। তাঁর দাবি, সমস্ত জেলা কমিটিগুলিকেও আজকের দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।তিনি বলেন, এআইসিসি-র নির্দেশে আজকের দিনটি আমরা কিষান অধিকার উদযাপন দিবস হিসেবে পালন করছি।

আগামীকাল থেকে সাতদিন ধরে এরই অঙ্গ হিসেবে গণঅবস্থান এবং উপবাস পালন করা হবে। তাঁর বক্তব্য, সংসদে কৃষক বিরোধী বিল পাস করেছে কেন্দ্রীয় সরকার। এরই প্রতিবাদে কিষান অধিকার উদযাপন দিবস পালন করছে কংগ্রেস।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?