৮টি স্বর্ণের বিস্কুটসহ আগরতলা বিমানবন্দরে আটক এক স্মাগলার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ অক্টোবর।। বিমানে আগরতলা থেকে কলকাতা পাচারের সময় ৫০৫.৭৫ গ্রাম ওজনের স্বর্ণের বিস্কুট সহ এক ব্যক্তি ধরা পড়েছেন। তাকে বিমান সংস্থার সিকিউরিটি ম্যানেজার কাস্টমস-র হাতে তুলে দিয়েছে। এয়ার ইন্ডিয়া-র সিকিউরিটি ম্যানেজার সঞ্জিত দেববর্মা জানিয়েছেন, গতকাল ইন্ডিগোর বিমানে আগরতলায় এসেছিলেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা টিটাগড়ের বাসিন্দা নিকেশ গুপ্তা। আজ বিকালে এয়ার ইন্ডিয়ার বিমান এআই-৭৪৬ দিয়ে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে বিমান বন্দরে আসেন তিনি।

এসেই ল্যাগেজ এক্সরে মেশিনে পরীক্ষা করেন। এরপরই প্যান্ট-র পকেট থেকে একটি প্যকেট বের করে বেগে ভরে নেন। সঞ্জিত বাবু বলেন, বিষয়টি নজরদারির দায়িত্বে থাকা কর্মীরা দেখে ফেলেন এবং আমাকে জানান। ফলে, তার ব্যাগ পুনরায় এক্সরে মেশিনে স্ক্যান করতেই ধরা পরে যান। সিকিউরিটি ম্যানেজার-র বক্তব্য, ৫০৫.৭৫ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বিস্কুট নিকেশ গুপ্তার ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয়েছে। সবগুলি বিস্কুট ব্ল্যাকটেপ দিয়ে মোড়ানো ছিল। তিনি জানান, নিকেশ স্বীকার করেছেন। তবে এর পেছনে অন্য কেউ জড়িত রয়েছেন বলে স্বীকার করেননি তিনি। তাকে কাস্টমস-র হাতে তুলে দেওয়া হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?