অনলাইন ডেস্ক, ৩০ অক্টোবর।। কালা জাদু করার অভিযোগে এক পরিবারের তিনজনের শিরোচ্ছেদ করা হল। ঝাড়খণ্ডের খুন্তি জেলার ঘটনা। সম্প্রতি, একটি সদ্যোজাত শিশু মারা যায় এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, বিরষা মুণ্ডা নামের এক ব্যক্তির পরিবারই ওই সন্তানের মৃত্যুর জন্য দায়ী। কারণ তারা গোপনে কালো জাদু করে থাকে। অভিযোগ, তারাই কালা জাদু করেই শিশুটিকে খুন করেছে ওই পরিবার। ওই পরিবারকে শিক্ষা দিতেই কয়েকজন গ্রামবাসী অভিযুক্ত পরিবারের তিনজনকে অপহরণ করে।
পরে তাদের মুণ্ডচ্ছেদ করে খুন করা হয়। তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে।মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
খুন্তির এসপি আশুতোষ শেখর জানান, ইতিমধ্যেই অভিযুক্ত ন’জনের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতরা খুনের কথা স্বীকার করেছে।