স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ২৯ অক্টোবর।। ৩৬ শান্তিরবাজার বিজেপির মন্ডল কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিজয়া সন্মেলন। প্রত্যেক বছর বিজয়া দশমীর পর বিজেপির উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় বিজয়া সন্মেলন। বৃহস্পতিবার বিজয়া উপলক্ষ্যে ৩৬ শান্তির বাজার মন্ডল বিজেপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিজয়া সন্মেলন।এই বিজয়া সন্মেলনে উপস্থিত ছিলেন ৩৬ শান্তির বাজার মন্ডলের মন্ডল সভাপতি, বিজেপির ত্রিপুরা প্রদেশ সাধারন সম্পাদক তথা দক্ষিন জেলার প্রভারি টিঙ্কু রায়, বিজেপির দক্ষিন জেলার সভাপতি তথা বিধায়ক শঙ্কর রায় সহ জেলা কমিটির নেতৃত্বরা।
এই সন্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি-র রাজ্য সাধারন সম্পাদক টিঙ্কু রায় জানান সরকারের নির্দেশিকা মেনে সকলে সরকারকে সহযোগিতা করে শান্তিপূর্নভাবে দুর্গা পুজার সমাপ্তি করেছেন। তিনি আশা ব্যাক্ত করেন আগামী বছর ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে দূর্গা পূজা করা যাবে। তারপাশাপাশি সকলকে কোজাগরী লক্ষীপূজা ও দ্বীপাবলীর অগ্রিম শুভেচ্ছা জানান। এই সন্মেলনের মধ্য দিয়ে বিধায়ক শঙ্কর রায় অতিমারি চলাকালিন ও দূর্গা পূজায় সাংবাদিক ও ডাক্তারের ভূমিকায় প্রসাংশা জানান।