স্টাফ রিপোর্টার, শিলচর, ৩০ অক্টোবর।। কেন্দ্রের হস্তক্ষেপেও গলছে না বরফ। ক্রমে জটিল হয়ে উঠছে অসম ও মিজোরামের মধ্যে সীমান্ত বিবাদ। অসমের কাছাড় জেলার লায়লাপুরে মিজোরামের বিরুদ্ধে অনির্দিষ্ট কালের আর্থিক অবরোধ শুক্রবারও বজায় ছিল।
দুই রাজ্যের মধ্যে যোগাযোগ রক্ষাকারী জাতীয় সড়ক দিয়ে পণ্যবাহী ট্রাক আটকে দিয়েছে লায়লাপুরের বাসিন্দারা। ফলে জরুরি পণ্য, অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী পৌঁছাতে পারছে না মিজোরামে।
এর পাল্টা পক্ষেপ আবার করেছে মিজোরাম। সেখানকার কলাসিব জেলার ভাইরাংটে গ্রামের বাসিন্দারা আবার অসম থেকে সেখানে যাওয়া ট্রাকগুলিকে আটকে দিয়েছেন। ফিরতে দিচ্ছেন না। ব্যর্থ হচ্ছে যাবতীয় আলোচনা ও প্রশাসনিক অনুরোধ। উল্লেখ্য, অসম ও মিজোরামের মধ্যে সীমান্ত বিবাদ শুরু হয় দিন কয়েক আগে।
একটি কোভিড পরীক্ষা কেন্দ্র গড়ে তোলা বিবাদের সূত্রপাত। সীমান্তের কাছে অবস্থিত দুই রাজ্যের মানুষ এতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আহত হন দুই পক্ষেরই বেশ কয়েকজন। ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় কিছু দোকানেও। বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে কথা বলেছেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন্দ্রও কথা বলছে দুই রাজ্যের সঙ্গেই। তবে সমস্যার সমাধান এখনও হয়নি।