স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৯ অক্টোবর।। বড়সড় বিদ্যুৎ দুর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা পেল এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ পুলিনপুর এলাকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার অর্থাৎ ST লাইনে অগ্নিসংযোগ ঘটে। এবং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর এই তার ছিঁড়ে পড়ে। এতে এলাকার বহু মানুষের বাড়িঘরের টিভি,পাখা, ফ্রিজ সহ ইত্যাদি ক্ষতি হয়। এলাকাবাসীদের পক্ষ থেকে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরে ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।
পরবর্তী সময় এলাকার বাসিন্দা তথা বিদ্যুৎ নিগমের এক কর্মী, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিদ্যুৎ পরিবাহী তার থেকে বিদ্যুৎ চ্ছিন্ন করেন। যদি এই ঘটনাটি ভোরবেলা না হয়ে ব্যস্ততম সময়ে ঘটতো তাহলে বড় ধরনের অঘটন ঘটতে পারতো।